A Day Labourer
একজন দিনমজুর
একজন দিনমজুর এমন একজন ব্যক্তি যিনি ম্যানুয়াল শ্রম ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। তিনি সবার কাছে পরিচিত মুখ। তার জামাকাপড় খুবই ময়লা। একজন দিনমজুর খুব পরিশ্রমী। সাধারণত তিনি একটি বস্তিতে থাকেন। তিনি জানেন না আরাম কী। একজন দিনমজুর সাধারণত দিনে ১০ ঘণ্টা কাজ করেন। তিনি খুব সকালে ঘুম থেকে ওঠেন এবং কাজের সন্ধানে বের হন। তিনি সারাদিন কাজ করেন কিন্তু কম উপার্জন করেন। সন্ধ্যায় মজুরি পাওয়ার পর তিনি বাজারে যান, খাবার কিনে বাড়ি ফেরেন। তার আয় খুবই কম। তাই তার সন্তানরা সঠিক খাবার, শিক্ষা ও চিকিৎসা সুবিধা পায় না। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সঙ্গে অনাহারে থাকতে হয় তাকে। প্রায় সব সময়ই তিনি মানবেতর জীবনযাপন করেন। আমাদের উচিত তাদের সাহায্য করা।
0 Comments
Post a Comment