Letter to Your Friend What to Do After S.S.C. Exam

Letter to Your Friend What to Do After S.S.C. Exam


Kaptai, Rangamati,

01-12-2022

Dear Rasel,

At first take my love. I hope you are well. From your letter, I came to know that you are interested to know about my plan after the SSC exam. You know that our SSC exam will end on 15th March. We have about three months of leisure time at hand. During this time, I have a good plan. You know most of the people in our country are uneducated. They do not even know how to read and write.

I think it is our moral duty to do something for the people. So, I have decided to start a night school in my village. My uncle will help me to open a school in the village. I cordially invite you to join me. My mission will be more successful if you accompany me.

Pray for my success. Convey my salam to your parents and love to the youngers.

Your loving friend

Rafi


 

From

Mahin Uddin Rafi

32/A, Residential Area

Mirpur-6, Dhaka

STAMP

To

Rasel Chakma

15/B, Residential Area

Newmarket, Chattogram

 

এস.এস.সি পরীক্ষার পর কি করবে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র লিখ

কাপ্তাই, রাঙ্গামাটি,

০১—১২—২০২২

প্রিয় রাসেল,

প্রথমে আমার ভালোবাসা নাও। আমি আশা করি তুমি ভালো আছো। তোমার চিঠি থেকে আমি জানতে পেরেছি যে তুমি এসএসসি পরীক্ষার পরে আমার পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী। তুমি জানো যে আমাদের এসএসসি পরীক্ষা ১৫ই মার্চ শেষ হবে। আমাদের হাতে প্রায় তিন মাস অবসর সময় আছে। এই সময়ে, আমার একটি ভাল পরিকল্পনা আছে। তুমি জানো আমাদের দেশের অধিকাংশ মানুষই অশিক্ষিত। তারা পড়তে ও লিখতে জানে না।

আমি মনে করি এই মানুষদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই, আমি আমার গ্রামে একটি নৈশ বিদ্যালয় চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মামা আমাকে গ্রামে একটি স্কুল খুলতে সাহায্য করবে। আমি তোমাকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি আমাকে সঙ্গ দিলে আমার মিশন আরো সফল হবে।

আমার সফলতার জন্য দোয়া করবেন তোমার পিতামাতাকে আমার সালাম এবং ছোটদের প্রতি ভালবাসা জানাও

 

তোমার প্রিয় বন্ধু

রাফি

 

 

প্রেরক

মাহিন উদ্দিন রাফি

৩২/এ, আবাসিক এলাকা

মিরপুর - ৬, ঢাকা

ডাকটিকেট

প্রাপক

রাসেল চাকমা

১৫/বি, আবাসিক এলাকা

নিউমার্কেট, চট্টগ্রাম